অনিবাসী বাংলাদেশীদের সঞ্চয়ে উদ্বুদ্বকরন সভা
- আপডেট সময় ১১:০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ৩৮০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: জাতীয় সঞ্চয় অধিদপ্তর,প্রধান কার্যালয়,ঢাকা ও জেলা সঞ্চয় অফিস/ব্যুরো মৌলভীবাজার এর আয়োজনে আজ (৫ ফেব্রæয়ারি) রবিবার রেডিও পল্লীকণ্ঠের সভাকক্ষে অনিবাসী বাংলাদেশীদের সঞ্চয়ে উদ্বুদ্বকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক সুরঞ্জিত দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর (ঢাকা) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) আবদুল্লা আল মামুন।এসময় তিনি বলেন,আপনার আয় যেমনই হোক না কেন সঞ্চয় করতে হবে। সঞ্চয় করতে পারলে সেটা আপনার জন্য লাভজনক।বিন্দু বিন্দু সঞ্চিত অর্থ একদিন বটবৃক্ষের মতো আপনাকে ছায়া দিবে।এজন্য সচেতন হতে হবে।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসান, রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীন,মো: ছাদেক উল্লাহ,মো: আবু সাঈদ,বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ,সন্তোষ ভৌমিক,সুমন বৈদ্য,উত্তম দাশ,মনিরুজ্জামান গিয়াসসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ।
অনুষ্ঠানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও এর গুরুত্ব সম্পর্কে ভিডিও চিত্র প্রদর্শন করেন মৌলভীবাজার জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক সুরঞ্জিত দাস।