অসামাজিক কাজে যুক্ত ৪ জন ডিবির জালে

- আপডেট সময় ১২:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ৭৫৮ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধিঃ সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কজে যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী হোটেল যাত্রীসেবা আবাসিকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান।
আটকৃতরা হলেন, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হারিস আহমদ(৩৩), কিশোরগঞ্জের অষ্টগ্রামের মো. লিপন মিয়া(২৫), রংপুরের কাউলিয়া থানার আল আমীন (৪২) ও লক্ষিপুর জেলার রামগঞ্জের মনোয়ারা(২৪)।
তাদেরকে এসএমপি কোতয়ালী মডেল থানার নন এফআইআর নং-৪৫/২০২৪, তাং-২৩/০৩/২০২৪ খ্রিঃ.ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারা মূলে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। উপ-পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০২ এ অভিযান পরিচালনা করে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
