অসাম্প্রদায়িক বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষে জনসচেতনা সৃষ্টি করতে হবে
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৬:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ২২৭ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্য বৃন্দরা বলেন,“অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষে যুবদের মেনটরিং ও জনসচেতনা সৃষ্টি করতে হবে”মৌলভীবাজার জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্য বৃন্দরা।
শনিবার ( ২১ সেপ্টেম্বর) গার্ল গাইড্ অ্যাসোসিয়েশন মিলনায়তনে বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলায় নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক ও সাংবাদিক নজরুল ইসলাম ।
সভা সঞ্চালনা করেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সচিব মাধুরী মজুমদার। সভায় বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সাহিত্যিক ও সমাজসেবক আহমেদ সিরাজ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড. মগবুল হোসেন, স্টাফ রিপোর্টার দৈনিক প্রথম আলো আকমল হোসেন নিপু, সিনিয়র স্টেশন ম্যানেজার রেডিও পল্লীকন্ঠ মেহেদী হাসান, শিক্ষাবৃদ রিয়াজুল, প্রভাষক আস আব্দুল্লাহ, এহসানা চৌধুরি, মুন্না দেব রায় ও অপরাজিতা রায় প্রমুখ ।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন রূপান্তর আস্থা প্রকল্পের ক্লাস্টার সমন্বয়কারী হাসান তারেক । সার্বিক সহযোগিতা ছিলেন জেলা সমন্বয়কারী মোঃ শিহাবুল ইসলাম খান এবং ফিল্ড অফিসার শিপন দেব। সভায় অসাম্প্রদায়িক ও শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষে সেমিনার, ধর্মীয় ও আদিবাসি নেতাদের সাথে সংলাপ , উঠোন বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)