ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারের ৪টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সারা দেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এম সাইফুর রহমানের সহধর্মিণীর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত আপনার এসপি সেবা’  চালু বিএনপি সময়ের হাসপাতালের যন্ত্রপাতি নিয়ে গেছে আওয়ামী লীগ” – নাসের রহমান মৌলভীবাজারে বাজারে বাজারে জনসংযোগে নাসের রহমান বিএনপির ৩১ দফার প্রচারপত্র বিলি, জনতার ঢল মৌলভীবাজারে হেক্সাস এবং বিট্রিশ কাউন্সিলের যৌথ উদ্দোগে চালু হয়েছে কম্পিউটার বেইজ আইএলটিএস এক্সাম সেন্টার জুড়ী মানবিক সোসাইটির উদ্যোগে ছাদিছ জামাতে উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত সময় ও সম্পদের কুরবানী দিতে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। -মাওলানা হাবিবুর রহমান

অসৎ ও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিলেন মহসিন মিয়া

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে

রমজান মাসকে সামনে রেখে শ্রীমঙ্গলে অসৎ ও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির অন্যতম নেতা মো. মহসিন মিয়া মধু।

তিনি বলেন, ‘শ্রীমঙ্গলে ব্যবসা করবেন, ডিলারশিপ নেবেন, অথচ স্থানীয় চাহিদা পূরণ না করে অন্যত্র বেশি দামে পণ্য বিক্রি করবেন, তা আর হতে দেওয়া হবে না।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ গদার বাজার এলাকায় ‘বিনা লাভের বাজার’ এর দ্বিতীয় শাখা উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মহসিন মিয়া অভিযোগ করেন, ‘শ্রীমঙ্গলে ১০টি তেলের ডিলার থাকলেও মাত্র একজন বিনা লাভের বাজারে তেল সরবরাহ করছে। অন্যরা অজুহাত দেখিয়ে তেল দিতে চায় না, বরং বেশি দামে বাইরে বিক্রি করছে।’

তিনি বলেন, ‘শ্রীমঙ্গলের জনগণকে প্রয়োজনীয় তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করলে বাজারে কোনো সংকট থাকার কথা নয়। অথচ সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে, যা মেনে নেওয়া হবে না।’

ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, ‘যে কোনো পণ্যের প্যাকেটে লেখা নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়া যাবে না। বিক্রয় রশিদ ছাড়া পণ্য বিক্রি করলে প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি গণমাধ্যমসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন এবং বলেন, ‘রমজান মাস এলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যায়। অথচ অন্যান্য দেশে রমজানে নিত্যপণ্যের দাম কমে। এই সিন্ডিকেট ভাঙতেই বিনা লাভের বাজার কার্যকর ভূমিকা রাখছে।’

তিনি বলেন, ‘আগে সবজিতে প্রায় ১০০% লাভ করা হতো, যা এখন নিয়ন্ত্রণে এসেছে। এখন ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করতে পারছে না। আমরা কেনা দামে এবং কিছু পণ্য উৎপাদন মূল্যে বিক্রি করছি, যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে।’

তিনি আরও বলেন, ‘রমজানে খেজুরসহ ইফতারি সামগ্রী পাইকারি দামে বিক্রি করা হবে। পাঁচশো টাকার চা পাতা তিনশো টাকায় দেওয়া হবে। রাজনীতি হলো মানুষের সেবা করা। তাই অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।’

তিনি দাবি করেন, ‘বিনা লাভের বাজারের জন্য মাল কিনতে গেলে অনেক ডিলার সিন্ডিকেট করে পণ্য দিতে চায় না। এই সিন্ডিকেট ভাঙতে সকলের সহযোগিতা প্রয়োজন।’

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, মো. আতিকুর রহমান জরিপ, খন্দকার আবুল মঈন গোফরান তারেক, হোফরান আহমেদ মিছলু, বিএনপি নেতা কাজী এমদাদুল হক মো. সেলিম মিয়া, কাজী আব্দুল গফুর, গোলাম হোসেন ভূট্টো, মোবারক হোসেন, শ্রমিক দলের ময়না মিয়া, মিছির আলী, যুবদলের আমিনুর রশিদ শিপু, ছাত্রদলের আব্দুর রহমান খান পাশাসহ বিভিন্ন স্থরের দলীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অসৎ ও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিলেন মহসিন মিয়া

আপডেট সময় ০১:৫৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

রমজান মাসকে সামনে রেখে শ্রীমঙ্গলে অসৎ ও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির অন্যতম নেতা মো. মহসিন মিয়া মধু।

তিনি বলেন, ‘শ্রীমঙ্গলে ব্যবসা করবেন, ডিলারশিপ নেবেন, অথচ স্থানীয় চাহিদা পূরণ না করে অন্যত্র বেশি দামে পণ্য বিক্রি করবেন, তা আর হতে দেওয়া হবে না।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ গদার বাজার এলাকায় ‘বিনা লাভের বাজার’ এর দ্বিতীয় শাখা উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মহসিন মিয়া অভিযোগ করেন, ‘শ্রীমঙ্গলে ১০টি তেলের ডিলার থাকলেও মাত্র একজন বিনা লাভের বাজারে তেল সরবরাহ করছে। অন্যরা অজুহাত দেখিয়ে তেল দিতে চায় না, বরং বেশি দামে বাইরে বিক্রি করছে।’

তিনি বলেন, ‘শ্রীমঙ্গলের জনগণকে প্রয়োজনীয় তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করলে বাজারে কোনো সংকট থাকার কথা নয়। অথচ সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে, যা মেনে নেওয়া হবে না।’

ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, ‘যে কোনো পণ্যের প্যাকেটে লেখা নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়া যাবে না। বিক্রয় রশিদ ছাড়া পণ্য বিক্রি করলে প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি গণমাধ্যমসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন এবং বলেন, ‘রমজান মাস এলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যায়। অথচ অন্যান্য দেশে রমজানে নিত্যপণ্যের দাম কমে। এই সিন্ডিকেট ভাঙতেই বিনা লাভের বাজার কার্যকর ভূমিকা রাখছে।’

তিনি বলেন, ‘আগে সবজিতে প্রায় ১০০% লাভ করা হতো, যা এখন নিয়ন্ত্রণে এসেছে। এখন ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করতে পারছে না। আমরা কেনা দামে এবং কিছু পণ্য উৎপাদন মূল্যে বিক্রি করছি, যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে।’

তিনি আরও বলেন, ‘রমজানে খেজুরসহ ইফতারি সামগ্রী পাইকারি দামে বিক্রি করা হবে। পাঁচশো টাকার চা পাতা তিনশো টাকায় দেওয়া হবে। রাজনীতি হলো মানুষের সেবা করা। তাই অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।’

তিনি দাবি করেন, ‘বিনা লাভের বাজারের জন্য মাল কিনতে গেলে অনেক ডিলার সিন্ডিকেট করে পণ্য দিতে চায় না। এই সিন্ডিকেট ভাঙতে সকলের সহযোগিতা প্রয়োজন।’

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, মো. আতিকুর রহমান জরিপ, খন্দকার আবুল মঈন গোফরান তারেক, হোফরান আহমেদ মিছলু, বিএনপি নেতা কাজী এমদাদুল হক মো. সেলিম মিয়া, কাজী আব্দুল গফুর, গোলাম হোসেন ভূট্টো, মোবারক হোসেন, শ্রমিক দলের ময়না মিয়া, মিছির আলী, যুবদলের আমিনুর রশিদ শিপু, ছাত্রদলের আব্দুর রহমান খান পাশাসহ বিভিন্ন স্থরের দলীয় নেতৃবৃন্দ।