আগর-আতর শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার……পরিবেশমন্ত্রী

- আপডেট সময় ০৩:০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ৫৮৫ বার পড়া হয়েছে

বুধবার বিকেলে বড়লেখার আজিমগঞ্জ বাজারে ‘বাংলাদেশ আগর এন্ড আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন’ আয়োজিত অনুষ্ঠানে বন্যাদুর্গতদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, অনেক কাল আগ থেকেই দেশে আগর-আতর এর কাজ চলমান থাকলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে ক্ষুদ্রশিল্প হিসেবে ঘোষণা করেছেন এবং এর উন্নয়নে কাজ করছেন। মন্ত্রী বলেন, কোভিড ১৯ ও ইউরোপে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে তেল, গ্যাস এবং দ্রব্যমূল্যের উর্ধগতি হয়েছে। যুদ্ধ শেষ হলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থদের ব্যক্তি, রাস্তাঘাটের উন্নয়নে সম্ভাব্য সবকিছু করা হবে।
এসোসিয়েশনের সভাপতি আনছারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এবং নারী শিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন প্রমুখ।
