আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলায় কমিটি গঠন

- আপডেট সময় ০৭:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলায় ২০২৫-২০২৭ সেশনের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ ফাউন্ডেশন (HIT Foundation) কেন্দ্রীয় কমিটির স্মারক নং HIT-89/25 অনুযায়ী মৌলভীবাজার জেলার ২০২৫-২০২৭ সেশনের জন্য নতুন জেলা কমিটি অনুমোদন দিয়েছে।
নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের রতন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রুমান আহমদ। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন আব্দুল মতিন, মসরুর আহমদ ও আনোয়ার হোসেন চৌধুরী। যুগ্ম সম্পাদক পদে নিয়ুক্ত হয়েছেন ফজলুর রহমান ও নওশাদ উদ্দিন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী দাইয়ান আহমদ। সহ-সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, মানবাধিকার সম্পাদক, আইন সম্পাদক, অর্থ সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, গণমাধ্যম সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ১০১ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌলভীবাজার জেলা কমিটি মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনের মূল লক্ষ্য হলো— ‘নির্যাতন নয়, ঐক্য চাই; সংঘাত নয়, শান্তি চাই।
স্থানীয় জনগণ ও মানবাধিকার কর্মীরা নতুন কমিটির অনুমোদনকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, নতুন নেতৃত্ব মৌলভীবাজারে অন্যায়, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করবে এবং মানবাধিকার রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি আব্দুল কাদের রতন বলেন, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ (HIT) ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার জন্য গর্বের, একই সঙ্গে বড় এক আমানত। আমি চেষ্টা করবো মানবাধিকার রক্ষা, সেবা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে। আমার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও জেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।
