বিশেষে প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এ কার্যক্রমের আওতায় আগামী ২৬ এপ্রিল দেশব্যাপী প্রায় ৩২,৯০৪ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে।
বৃহস্পিতবার ( ২১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং করে বিষয়টি অবহিত করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মৌলভীবাজার জেলায় তৃতীয় পর্যায়ে নির্মিতব্য ৭৭৯টি গৃহের মধ্যে ৪৯৫টি গৃহ আগামী ২৬ এপ্রিল উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে। গৃহ প্রতি ২,৫৯,৫০০/- টাকা করে মোট ৭৭৯ টি পরিবারের জন্য বরাদ্দ ২০,২১,৫০,৫০০/- টাকা।
Leave a Reply