ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে জামায়াতের বিশাল গণ মিছিল। ফ্যাসিস্টদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে মহসিন মিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌্যালিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল আজ বিশ্ব পলায়ন দিবস, এই পলায়ন দিবসের হউক সুশাসন,গনতন্ত্র ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার সদস্য সচিব – আব্দুর রহিম রিপন বিচার, সংস্কার,নির্বাচন এক সাথে চলবে” জেলা বিএনপির আহবায়ক – ময়ূন মৌলভীবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা যথাযেগ্য মর্যাদায় মৌলভীবাজারে ৩৬ জুলাই পালিত রাজনগর শ্বা/স/রো/ধে হ/ত্যা স্বাভাবিক মৃ/ত্যু ভেবে অ প মৃ ত্যু মামলা, ময়নাতদন্তে রহস্য উদঘাটন, গ্রেফতার – ১ NRB BANK PLC এর ১২ তম বর্ষপূর্তী শ্রীমঙ্গল ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক -২

আমেরিকা প্রবাসীর বাড়ীতে হামলা ভাংচুর, দখলের অপচেষ্টা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১২:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / ১৭০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের আজমনি গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মৃত সিরাজূুল ইসলামের  পুত্র এস কে এম জাদিদ  আজমীর বাড়ীতে  একদল দুর্বৃত্ত  কতৃক হামলা, ভাংচুর ও দখলের অপচেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১২ আগষ্ট বিকেলে।

এলাকাবাসীর অভিযোগ থেকে জানা যায় আজমনি গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মৃত সিরাজূুল ইসলামের  পুত্র এস কে এম জাদিদ  আজমী দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন। এস কে এম জাদিদ  আজমী প্রদত্ত আম মোক্তারনামা মুলে তার বাড়ীতে অবস্থানসহ তার সকল সম্পত্তি দেখাশোনা করে আসছেন তারই আত্মীয় শ্রীমংগল উপজেলার লামুয়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র আহমদ হোসেন। এস কে এম জাদিদ  আজমীর চাচা যুক্তরাজ্য প্রবাসী  হাসানুজ্জামান খানের ইন্ধনে এস কে এম জাদিদ  আজমীকে বাড়ী থেকে উছেদসহ তার সহায় সম্পত্তি দখলের উদ্দেশ্যে গত ১২ আগষ্ট বিকেলে হামলা, ভাংচুর ও দখলের অপচেষ্টা চালায় সম্পাসী গ্রামের সাহেল , ইকবাল, টিপু মিয়া, আজমনী গ্রামের জিলু মিয়া ও শাবনাজ বেগমসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত। আশে পাশের লোকজন এলে তারা পালিয়ে যায়।

এর আগে ২০১৫ সালে লন্ডন প্রবাসী হাসান খাঁন তার বড় ভাই লন্ডন প্রবাসী মোঃ মোস্তফা মিয়াকে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেন।


আহমদ হোসেন জানান গত ১ মার্চ ২০২৪ ইং ও ৯ এপ্রিল ২০২৪ ইং  তারিখেও তারা বাড়ীতে হামলা চালায়। এ ব্যাপারে আহমদ হোসেন অতিরিক্ত  জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা ৫০/২০২৪ইং দায়ের করেছেন। বর্তমানে আদালতে মামলাটি বিচানাধীন। তবুও তারা ক্ষান্ত হয়নি। বর্তমানে তারা আহমদ হোসেনকে প্রাননাশের হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমেরিকা প্রবাসীর বাড়ীতে হামলা ভাংচুর, দখলের অপচেষ্টা

আপডেট সময় ০৩:১২:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের আজমনি গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মৃত সিরাজূুল ইসলামের  পুত্র এস কে এম জাদিদ  আজমীর বাড়ীতে  একদল দুর্বৃত্ত  কতৃক হামলা, ভাংচুর ও দখলের অপচেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১২ আগষ্ট বিকেলে।

এলাকাবাসীর অভিযোগ থেকে জানা যায় আজমনি গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মৃত সিরাজূুল ইসলামের  পুত্র এস কে এম জাদিদ  আজমী দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন। এস কে এম জাদিদ  আজমী প্রদত্ত আম মোক্তারনামা মুলে তার বাড়ীতে অবস্থানসহ তার সকল সম্পত্তি দেখাশোনা করে আসছেন তারই আত্মীয় শ্রীমংগল উপজেলার লামুয়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র আহমদ হোসেন। এস কে এম জাদিদ  আজমীর চাচা যুক্তরাজ্য প্রবাসী  হাসানুজ্জামান খানের ইন্ধনে এস কে এম জাদিদ  আজমীকে বাড়ী থেকে উছেদসহ তার সহায় সম্পত্তি দখলের উদ্দেশ্যে গত ১২ আগষ্ট বিকেলে হামলা, ভাংচুর ও দখলের অপচেষ্টা চালায় সম্পাসী গ্রামের সাহেল , ইকবাল, টিপু মিয়া, আজমনী গ্রামের জিলু মিয়া ও শাবনাজ বেগমসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত। আশে পাশের লোকজন এলে তারা পালিয়ে যায়।

এর আগে ২০১৫ সালে লন্ডন প্রবাসী হাসান খাঁন তার বড় ভাই লন্ডন প্রবাসী মোঃ মোস্তফা মিয়াকে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেন।


আহমদ হোসেন জানান গত ১ মার্চ ২০২৪ ইং ও ৯ এপ্রিল ২০২৪ ইং  তারিখেও তারা বাড়ীতে হামলা চালায়। এ ব্যাপারে আহমদ হোসেন অতিরিক্ত  জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা ৫০/২০২৪ইং দায়ের করেছেন। বর্তমানে আদালতে মামলাটি বিচানাধীন। তবুও তারা ক্ষান্ত হয়নি। বর্তমানে তারা আহমদ হোসেনকে প্রাননাশের হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।