আর্জেন্টিনাকে আবারও ফাইনাল খেলার আহ্বান
- আপডেট সময় ১১:১৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
- / ৪৯৭ বার পড়া হয়েছে
গত রোববার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা কাপ নেওয়ার পর বিতর্ক যেন পিছু ছাড়ছে না। খেলার শুরু থেকেই ফ্রান্স দলের সমর্থকরা মাঠে থাকা রেফারির সমালোচনা করছে আসছে।
ম্যাচের ২৩ মিনিটে পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াকের দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে ম্যাচের পর। অনেকে মন্তব্য করেছেন, রেফারি মাঠে একপেশে আচরণ করেছেন। এছাড়া সঠিকভাবে মানা হয়নি ভিডিও এসিট্যান্স রেফারি (ভিএআর) সুবিধা।
অনেকেই মনে করেন, ওসমান দেম্বেলে দি মারিয়াকে ফাউল করেননি। এরপর ৩৬ মিনিটে দি মারিয়ার দ্বিতীয় গোলের আগে ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ফাউলের শিকার হয়েছিলেন, রেফারি তা দেখেননি এ নিয়েও যুক্তিতর্ক হয়েছে। তবে ব্যাপারটি এখন আর শুধু যুক্তিতর্কেই সীমাবদ্ধ নেই।
এসব অনিয়মের অভিযোগ তুলে ফ্রান্সের সমর্থকরা পুনরায় ফাইনাল খেলার আহ্বান জানিয়েছে। এজন্য ২ লাখ মানুষের অনুমতিসহ স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। স্বাক্ষর সংগ্রহের বিষয়টি শীর্ষ ২০ টি ঘটনার মধ্যে একটি। যদি স্বাক্ষরের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যায় তাহলে এটি ফ্রান্সে নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়াতে পারে।