ব্রেকিং নিউজ
আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:৫৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম (ইউপিজি) মৌলভীবাজারের আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”।
আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের রিজিওনাল ম্যানাজার মো: মাহমুদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং, আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের রিজিওনাল ম্যানাজার খাজা সাইফুর রহমান, স্পেশালিস্ট মেন্টাল হেলথ এন্ড সাইকো সোশ্যাল সাপোর্ট এর দেবব্রত মজুমদার, উপজেলা অ্যাকাউন্টস ম্যানাজার সম্পা রানী দাস, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মো: মেহেদি হাসানসহ ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট, হেলথ, মাইক্রোফাইন্যান্স ও অন্যান্য কর্মসূচীর কর্মীরা।
অনুষ্ঠানে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্পেশালিস্ট মেন্টাল হেলথ এন্ড সাইকো সোশ্যাল সাপোর্ট এর দেবব্রত মজুমদার।
ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং বলেন, প্রতিবন্ধী ব্যক্তিকে সমাজের বোঝা মনে না করে তাদের শক্তিতে রুপান্তরিত করতে হবে।তারাও সমাজের একজন।অবহেলা না করে তাদের সমান সুযোগ দিলে সমাজের অগ্রগতি ও উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ট্যাগস :












