আশা’র পক্ষ থেকে জেলা প্রশাসক নিকট কম্বল হস্তান্তর
- আপডেট সময় ০৬:০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ১১৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ আত্বনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে দরিদ্র, সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে সারা দেশব্যাপি প্রতি বছর কম্বল বিতরণ করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও সারা দেশব্যাপি কম্বল বিতরণ অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার পক্ষ হতে মৌলভীবাজার জেলা প্রশাসক নিকট ৪৪৯ কম্বল হস্তান্তর করা হয়েছে।।
বৃহস্প্রতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের পক্ষে কম্বল গ্রহন করেন সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) রতন কুমার অধিকারী,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু
এসময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আহাদ, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার, সদর অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার মোঃ আকছির মিয়া, ব্রাঞ্চের সিবিএম হিমাদ্রি শেখর বৈদ্য, ব্রাঞ্চের বিএম মোঃ হেলাল উদ্দিন হায়দার।
এ সসয় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগকে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানান এবং আশা’র এধরনের সামাজিক কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করেন।