আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌরসভার ১৫টি মন্ডপের নেতাদের সাথে পৌর বিএনপির মতবিনিময়

- আপডেট সময় ১১:৩৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ আসন্ন শারদীয় দুর্গোৎসব পৌরসভার ১৫টি মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের পৌরসভা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফয়জুল করিম ময়ূন, আহবায়ক জেলা বিএনপি।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, আব্দুর রহিম রিপন, সদস্য সচিব জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,এড,বাবু সুনী কুমার দাশ, সদস্য আহবায়ক পূজা উদযাপন ফ্রন্ট।
সভাপতিত্ব করেন,অলিউর রহমান নবাগত পৌর বিএনপির সভাপতি।
সঞ্চালনা করেন সারওয়ার মজুমদার ইমন, নবাগত পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি।
এসময় আর ও উপস্থিত ছিলেন,আশু রঞ্জন দাস।
সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখা, মহিম দে সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,জেলা বি এন পির আহবায়ক কমিটির সদস্য ফকরুল ইসলাম, স্বাগত কিশোর দাস, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল আহমেদ,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজাসহ পুজা উদযাপন কমিটির সভাপতিসহ শহরের বিভিন্ন মান্ডবের সভাপতি সম্পাদক সহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
