ইউসিসিএ’র নির্বাচনে চেয়ারম্যান পদে সাইফুলের জয়

- আপডেট সময় ০২:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ৩৫৫ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) নির্বাচনে মো. সাইফুল ইসলাম ৮৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার (২ অক্টোবর) উপজেলা পরিষদস্থ ইউসিসিএ’র হলরুমে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাইফুলের নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ১৮ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা ও ১০৪ জন ভোটারের মধ্যে ১০২ জন ভোটার অংশগ্রহণ করেন।
নির্বাচন পরিচালনা করেন মৌলভীবাজার জেলা সমবায় অফিসের উপসহকারী নিবন্ধক মোহাম্মদ শফিকুল ইসলাম।
