ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় আকস্মিক ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় দারুল হাদিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন চিত্রনায়িকা বুবলী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিথ্যা ওমরাহ পালনে সৌদি আরব গেলেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর পর্তুগালে দেয়ালচাপায় মৌলভীবাজারের শাহিনসহ নিহত-দুই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা বেড়েছে ফিতা কাটা-খ্যাপ; শীর্ষে রয়েছে অপু বিশ্বাস তিন ‘ভয়ংকর’ ডাকাতকে গ্রেফতার করেছে (র‍্যাব)-৯ কোটচাঁদপুর প্রধানমন্ত্রীর গৃহ পাচ্ছে ১৭৯ জন উপকারভোগী মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর গৃহ পাচ্ছে ১০০৪ জন উপকারভোগী

ইমরানকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে পাক প্রশাসন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • / ৩৪ বার পড়া হয়েছে

প্রবাস ডেস্ক: অবশেষে লাহোরে ইমরান খানের বাসভবনে প্রবেশ করতে পারলো পুলিশ। বাড়ি থেকে ২০ জনেরও বেশি পিটিআই কর্মীকে গ্রেপ্তার করেছে তারা। এসময় তোষাখানা মামলার শুনানির জন্য রাজধানী ইসলামাবাদে ছিলেন ইমরান খান। এ খবর দিয়েছে জিও টিভি।

খবরে জানানো হয়, সম্প্রতি লাহোরের জামান পার্ক এলাকায় ইমরান খানের বাসভবনকে ঘিরে পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘাত দেখা যায়। সমর্থকদের বাধার কারণে ইমরান খানকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে পাক প্রশাসন। তবে শনিবার সকালে বড় ধরণের অভিযান চালানো হয় জামান পার্ক এলাকায়। অভিযানের অংশ হিসাবে ওই এলাকায় থাকা পিটিআই কর্মীদের সরিয়ে দেয়া হয় এবং এক পর্যায়ে ইমরানের বাড়িতে প্রবেশ করে পুলিশ।

ইমরান খানের বাড়িতে ঢোকার পূর্বে এক ঘোষণায় পুলিশ বলে, ‘১৪৪ ধারা জারি করা হয়েছে, আপনাদেরকে এই এলাকা ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে’। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, পুলিশ বুলডোজার দিয়ে ইমরান খানের বাড়ির প্রধান গেট ভেঙে ফেলছে এবং বেশ কয়েক জন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশ অভিযোগ করেছে, তাদের টার্গেট করে গুলি এবং পেট্রোল বোমা হামলা চালিয়েছে ইমরানের কর্মীরা। অভিযানের পরেও ওই এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এদিকে পুলিশের ওই অভিযানের নিন্দা জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, বাড়িতে আমার স্ত্রী বুশরা বেগম একেবারে একা রয়েছেন। কোন আইনের অধীনে তারা এমনটি করছেন!

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইমরানকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে পাক প্রশাসন

আপডেট সময় ০৪:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩

প্রবাস ডেস্ক: অবশেষে লাহোরে ইমরান খানের বাসভবনে প্রবেশ করতে পারলো পুলিশ। বাড়ি থেকে ২০ জনেরও বেশি পিটিআই কর্মীকে গ্রেপ্তার করেছে তারা। এসময় তোষাখানা মামলার শুনানির জন্য রাজধানী ইসলামাবাদে ছিলেন ইমরান খান। এ খবর দিয়েছে জিও টিভি।

খবরে জানানো হয়, সম্প্রতি লাহোরের জামান পার্ক এলাকায় ইমরান খানের বাসভবনকে ঘিরে পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘাত দেখা যায়। সমর্থকদের বাধার কারণে ইমরান খানকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে পাক প্রশাসন। তবে শনিবার সকালে বড় ধরণের অভিযান চালানো হয় জামান পার্ক এলাকায়। অভিযানের অংশ হিসাবে ওই এলাকায় থাকা পিটিআই কর্মীদের সরিয়ে দেয়া হয় এবং এক পর্যায়ে ইমরানের বাড়িতে প্রবেশ করে পুলিশ।

ইমরান খানের বাড়িতে ঢোকার পূর্বে এক ঘোষণায় পুলিশ বলে, ‘১৪৪ ধারা জারি করা হয়েছে, আপনাদেরকে এই এলাকা ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে’। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, পুলিশ বুলডোজার দিয়ে ইমরান খানের বাড়ির প্রধান গেট ভেঙে ফেলছে এবং বেশ কয়েক জন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশ অভিযোগ করেছে, তাদের টার্গেট করে গুলি এবং পেট্রোল বোমা হামলা চালিয়েছে ইমরানের কর্মীরা। অভিযানের পরেও ওই এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এদিকে পুলিশের ওই অভিযানের নিন্দা জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, বাড়িতে আমার স্ত্রী বুশরা বেগম একেবারে একা রয়েছেন। কোন আইনের অধীনে তারা এমনটি করছেন!