ঈদ জামাতের জন্য প্রস্তুত মৌলভীবাজারের পৌর ঈদগাহ জামাত হবে তিনটি

- আপডেট সময় ০৫:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ৬৬০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার পৌরসভার সার্বিক তত্বাবধানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত শাহ্ মোস্তফা রোড সংলগ্ন নবনির্মীত দৃষ্টিনন্দন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) পৌর ঈদগাহ ময়দান।
দৃষ্টিনন্ধন ঈদগাহ ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতিও শেষ, তাই চারদিকে সাজ সাজ রব। যেন চিরচেনা রূপে ফিরেছে ঈদগাহ ময়দান।
সকাল সাড়ে ৮ টায় তৃতীয় জামাতে ইমামতি করিবেন দারুল উলুম জামে মসজিদের খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম। সানী ইমাম হিসাবে সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন পশ্চিম ধরকাপন জামে মসজিদের (মসজিদে আয়শা) খতিব মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
