ব্রেকিং নিউজ
উত্তর আমেরিকার আইনজীবী ও এটনী’দের সংগঠন এর উদ্যোগে আর্থিক সহয়াতা
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ২৪৫ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষকে আর্থিক সহয়াতা করল উত্তর আমেরিকার সববৃহৎ বাংলাদেশী আইনজীবী ও এটনী’দের সংগঠন”বাংলাদেশ ল’ সোসাইটি ইউ,এস,ইনক।
কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের বন্যা পীড়িত অসহায় জনগনকে বন্যা পরবতী আর্থিক সাহায্য প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উত্তর আমেরিকার সববৃহৎ বাংলাদেশী আইনজীবী ও এটনী’দের সংগঠনের সাধারন সম্পাদক এডভোকেট সৈয়দ মঈন উদ্দিন জুনেল, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শফি আলম সলমান, কাদিপুর ইউ,পি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান,মৌলভীবাজার জেলা আইনজীবীর সাধারন সম্পাদক এডভোকট বদরুল ইসলাম ইকবাল,এডভোকেট সালেহ আহমদ রিপন প্রমুখ।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :