একটা দাজ্জালের হাত থেকে দেশটা স্বাধীন হয়েছে”এম নাসের রহমান
- আপডেট সময় ০৭:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ২৩৩ বার পড়া হয়েছে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন,’একটা দজ্জালের(শেখ হাসিনার) হাত থেকে দেশটা স্বাধীন হয়েছে। ৭১ সালে পাকিস্তানের হাত থেকে আমরা স্বাধীন হয়েছিলাম। আর ২০২৪ সালের ৫ আগস্ট ভারতের কাছ থেকে আমরা আরেকবার স্বাধীন হয়েছি। কারণ এই ভারতের কাছে আমাদের দেশ সাড়ে পনেরো বছর দখলে ছিল। ভারতে কাছে দেশ দখলে না থাকতো তাহলে দেশ আরো বেশি উন্নতি হতো। তারা আমাদের দেশটা লুটে নিয়ে গেছে। কয়েকজন মানুষকে দিয়ে ভারত দেশটা লুটেপুটে একেবারে খালি করে দিয়েছে।
নাসের রহমান বলেন, ছাত্র -জনতার গণঅভ্যুত্থানের পর দেশে এখন অন্তর্বতী কালীন সরকার এসেছে। আমরা এ সরকারকে সহযোগীতা করতে হবে। তারা এই স্বৈরাচারীনি শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের যতো দুষকর্ম এবং লুটপাটের ঘটনা র বিচার করতে হবে। দেশের অর্থ কি পরিমাণ যে লুটপাট হয়েছে। দেড় লক্ষ কোটি টাকা শুধু স্বৈরাচারীনি শেখ হাসিনা ও তার দোসরা লুটপাট করে বিদেশে পাচার করেছে। আর তারা উল্টো দোষারোপ করতো বিএনপির নেতৃত্বকে। অথচ বিগত বছরগুলোতে একটি দুর্নীতিরও প্রমাণ করতে পারেনি তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। একটি সাজানো ভুয়া মামলায় ফরমায়েশি রায় দিয়ে তাদের জেল দিয়ে দিয়েছিল। একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। এ প্রবাদটি মনে হয় শেখ হাসিনার জন্য বানানো হয়েছিল আজ থেকে ১০০ বছর আগে। এই চোরের মা বড় গলা আজ দেশ ছেড়ে পালিয়ে তিনি যে দেশকে সাড়ে পনেরো বছর সার্ভিস দিয়ে গিয়েছিলেন ঐ দেশেই আশ্রয় নিয়েছেন । বিশ্বের আর কোন দেশ তাকে আশ্রয় দিতে চায় না। এখন তো ভয়ে আছে কোন সময় দেশে ফেরত আনা হবে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন ও শানঘাট এলাকার বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
এর পর নাসের রহমান জেলার বন্যাকবলিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন শিমুলতলা বাজার থেকে শুরু করে শেমর কোনা , হাসানপুরে। উক্ত বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তাঁর সহধর্মিণী জেলা বিএনপির সহ সভাপতি রেজিনা নাসের,সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত,সহ সভাপতি সাবেক ছাত্র নেতা আশিক মোসাররফ,সাবেক যুব নেতা জেলা বিএনপির সহ সভাপতি মো. হেলু মিয়া, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক বকসী মিছবাহ উর রহমান,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদসহ স্থানীয় বিএনপি,যুবদল,ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।