মৌলভীবাজার২৪ ডেস্কঃ করোনা সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজার ৩৬০আউলিয়ার অন্যতম হজরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার (রহ.) এর ৬৮০তম ওরস মোবারক উপলক্ষে দরগাহ প্রাঙ্গণে মেলা হচ্ছে না ।
মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে বিষয়টি নিশ্চিত করে জানান,মিলাদ মাহফিল,গরু জবেহ,গিলাফ চড়ানো,জিগির আছকার ও শিরনী বিতরণ করা হবে।
উল্লেখ্য, হযরত শাহজালাল (রঃ) এর অন্যতম সঙ্গী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) মৌলভীবাজার এলাকায় ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। উরুস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারী বাদ আছর থেকে মিলাদ মহফিল ও গরু জবহের মাধ্যমে উরুসের আনুষ্ঠানিকতা শুরু হবে। ওই দিন বাদ এশাহ জিকির আছকারও হবে। পরদিন গিলাফ চড়ানো এবং বাদ জোহর মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হবে। এরপর বাদ এশা আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে উরুস।