ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

এভারেস্ট বেস ক্যাম্পে উঠলেন সিলেটের তামীম

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • / ৯৬৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ প্রথম সিলেটি হিসেবে সফলভাবে এভারেস্ট বেস ক্যাম্প এ উঠার গৌরব অর্জন করেছেন মো. এনামুল কবীর তামীম। এভারেস্ট বেস ক্যাম্প সমুদ্র সমতল থেকে ৫৩৬৪ মিটার/১৭,৫৯৮ ফিট উচ্চতায় অবস্থিত।

জানা গেছে, তামীম ২১ অক্টোবর যাত্রা শুরু করে কাঠমান্ডু থেকে বিমানের ফ্লাইটে লুকলা পৌছান। লুকনা বিমানবন্দর পৃথিবীর অন্যতম বিপদসংকুল বিমানবন্দর হিসেবে পরিচিত। লুকলা থেকে নামচে বাজার হয়ে একে একে টকটক, ডুলে, মাচেরমো, গোকিও লেকে গিয়ে গোকিও রি সামিট করে চোলা পাস অতিক্রম করে থাকনাক, জোংলা লবুচে, গোরাকশেপ থেকে এভারেস্ট বেস ক্যাম্প এ পৌছান। ২১ অক্টোবর থেকে প্রতিদিন ৮-১০ ঘন্টা ট্রেক-হাইকিং করে তামীম আজ এভারেস্ট বেস ক্যাম্প এ পৌছান।

ভ্রমণপ্রিয় মানুষ তামীম পেশাগত জীবনে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এভারেস্ট বেস ক্যাম্পে উঠলেন সিলেটের তামীম

আপডেট সময় ০৪:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

বিশেষ প্রতিনিধিঃ প্রথম সিলেটি হিসেবে সফলভাবে এভারেস্ট বেস ক্যাম্প এ উঠার গৌরব অর্জন করেছেন মো. এনামুল কবীর তামীম। এভারেস্ট বেস ক্যাম্প সমুদ্র সমতল থেকে ৫৩৬৪ মিটার/১৭,৫৯৮ ফিট উচ্চতায় অবস্থিত।

জানা গেছে, তামীম ২১ অক্টোবর যাত্রা শুরু করে কাঠমান্ডু থেকে বিমানের ফ্লাইটে লুকলা পৌছান। লুকনা বিমানবন্দর পৃথিবীর অন্যতম বিপদসংকুল বিমানবন্দর হিসেবে পরিচিত। লুকলা থেকে নামচে বাজার হয়ে একে একে টকটক, ডুলে, মাচেরমো, গোকিও লেকে গিয়ে গোকিও রি সামিট করে চোলা পাস অতিক্রম করে থাকনাক, জোংলা লবুচে, গোরাকশেপ থেকে এভারেস্ট বেস ক্যাম্প এ পৌছান। ২১ অক্টোবর থেকে প্রতিদিন ৮-১০ ঘন্টা ট্রেক-হাইকিং করে তামীম আজ এভারেস্ট বেস ক্যাম্প এ পৌছান।

ভ্রমণপ্রিয় মানুষ তামীম পেশাগত জীবনে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।