এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু
- আপডেট সময় ০৯:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ৬০৯ বার পড়া হয়েছে
আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা।
আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশার বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।
কোন তারিখে কী পরীক্ষা
১৫ ফেব্রুয়ারি: বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র
১৮ ফেব্রুয়ারি: বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র
২০ ফেব্রুয়ারি: ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র
২২ ফেব্রুয়ারি: ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র
২৫ ফেব্রুয়ারি: গণিত (আবশ্যিক)
২৭ ফেব্রুয়ারি: ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা
২৮ ফেব্রুয়ারি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
২৯ ফেব্রুয়ারি: গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), চারু ও কারুকলা (তত্ত্বীয়)
৩ মার্চ: পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং
৫ মার্চ: রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ
৬ মার্চ: ভূগোল ও পরিবেশ
৭ মার্চ: জীব বিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি
১০ মার্চ: বিজ্ঞান ও উচ্চতর গণিত (তত্ত্বীয়)
১১ মার্চ: হিসাব বিজ্ঞান
১২ মার্চ: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ১৩ থেকে ২০ মার্চ নাগাদ। ২৭ মার্চের মধ্যে হাতে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।