কমলগঞ্জে এডাব সহযোগী সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মতবিনিময়

- আপডেট সময় ০৩:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ২২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ কমলগঞ্জে এডাব সহযোগী সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধ ঝুঁকি নিরুপন যোগাযোগ জন সম্পৃক্ততা এবং ঠিকা বার্তা জোরদার প্রকল্পের আওতায় কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পিতবার (২৩জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিতোষ দেব নিরু, নির্বাহী পরিচালক সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা এর পরিচালনায় কবি ও গবেষক আহমেদ সিরাজ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুর নাহার পারভীন, এডাব জেলা সমন্বয়কারী, মেহেদি হাসান সুজন, আইএফসি রুকসানারা আক্তার, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সাংবাদিক প্রণিত রঞ্জন দেবনাথ, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশ, প্রভাষক রাবেয় খাতুন, পিন্টু দেবনাথ, নুরুল মোহাইমিন মিল্টন, মোস্তাফিজুর রহমান, শাহিন আহমেদ, সীতারাম বিন, নির্মল এস পলাশ, আব্দুল বাছিত খান, সালাউদ্দিন শুভ, মোঃ মোনায়েম খান, মুন্না দেবরায়, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ,শিক্ষক,নারী নেত্রী, বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
