কমলগঞ্জে চোরাই মালামালসহ আসামি গ্রেফতার

- আপডেট সময় ০৬:২৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
- / ৫৫৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় চোরাই মালামালসহ ময়নুল ইসলাম (২০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, ২২ ডিসেম্বর কমলগঞ্জ থানাধীন দক্ষিন কানাইদেশি গ্রামের জনৈক ছবর আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। তার বাড়ি থেকে টেলিভিশন, সৌর বিদ্যুতের ব্যাটারিসহ অন্যান্য মালামাল খোয়া যায়। এ ঘটনায় ছবর আলী কয়েকজনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
গতকাল রাতে কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে চুরি হওয়া টেলিভিশন এবং ব্যাটারিসহ চুরির ঘটনা জড়িত আসামি মইনুল ইসলামকে উত্তর কানাইদেশি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ময়নুল ২২ ডিসেম্বর রাতে চুরির ঘটনায় জড়িত মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এছাড়াও উক্ত আসামি থানা এলাকায় মানুষের বসতবাড়ি থেকে ধান, মোবাইল ইত্যাদি চুরি করতো বলে জানা যায়।
আজ সকালে আসামি ময়নুল ইসলামকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই চুরির ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
