1. mrrahel7@gmail.com : Admin : Mahbubur Rahel
  2. samadpress96@gmail.com : Samad Ahmed : Samad Ahmed
কমলগঞ্জে জলিল হত্যা মামলার আসামির আদালতে আত্মসমর্পণ | moulvibazar24.com
বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ০৩:১২ অপরাহ্ন

কমলগঞ্জে জলিল হত্যা মামলার আসামির আদালতে আত্মসমর্পণ

  • আপডেট সময় রবিবার, ৬ জুন, ২০২১

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচিত সিএনজি অটোচালক জলিল হত্যা মামলার আসামি ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা গোলাম রাব্বানী তৈমুর আদালতে আত্মসমর্পণ করেছে।

রোববার (৬ জুন) দুপুর ২টায় মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট মো. আলী আহসানের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য যে, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ এলাকায় গত ৪ মার্চ রাতে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে সিএনজি অটো চালক জলিল মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার নিহতের বড় ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছিলেন।

মৌলভীবাজার জেলার যুবদলের সহসাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী তৈমুরকে হত্যা মামলায় দুই নম্বর আসামি করা হয়েছিল। এর আগে পুলিশ তৈমুরের বড় ভাই কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিত ও আলম হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করে।

এ সংক্রান্ত আরোও নিউজ