কমলগঞ্জে পৌর কাউন্সিলর গ্রেপ্তার

- আপডেট সময় ০৩:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ৭৯৯ বার পড়া হয়েছে

মৌলবীবাজারের কমলগঞ্জে পুলিশের উপর হামলা মামলার আসামী পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন (৪৬)-কে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
জামাল পৌরসভার কামারগাও এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং পৌর যুবদলের আহ্বায়ক। একই সাথে হাজী মুজিবের ঘনিষ্ঠজন বলে এলাকায় পরিচিতি রয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গত অক্টোবর মাসে পুলিশ আক্রান্ত একটি মামলার আসামী হিসেবে জামালকে গ্রেফতার করা হয়েছে। তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
