ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঢাকা ব্যাংক পিএলসি,মৌলভীবাজার শাখায় বিদায়ী সংবর্ধনা ও নবাগত ব্যবস্থাপককে বরণ মৌলভীবাজার ৩ আসনে লেবার পার্টির দলীয় মনোনয়ন পেলেন শাহ মাছুম ফারুকী মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির উদ্যোগে ব্যারিস্টার এম লিয়াক মতবিনিময় তারেক রহমানের ৩১দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করলেন বিএনপির নেতা মিজানুর রহমান আত্মসমর্পণ করব ছবির নায়িকা মেহজাবীন শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে যাত্রীদের জন্য “পাঠক কর্নার” এর উদ্বোধন চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল কমলগঞ্জে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভায় নেতা কর্মীর ঢল মৌলভীবাজারের শুভ উদ্বোধন হতে যাচ্ছে ‘বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ’

মণিপুরী মহারাসলীলা উৎসবে নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সজাগ সেনাবাহিনী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / ৩৯৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী (১৫ নভেম্বর) অনুষ্ঠিত যাচ্ছে মণিপুরী সম্প্রদায়ের ১৮২ তম ধর্মীয় উৎসব মহারাসলীলা।এই উৎসবকে আনন্দমুখর করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

 

এদিকে ব্যাপক লোকসমাগমের বিষয়টি মাথায় রেখে নির্বিঘ্নে মহারাসলীলা উৎসব সম্পন্ন করতে নানামুখী উদ্যোগ হাতে নিয়ে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।

তারই অংশ হিসেবে (১৩ নভেম্বর) বুধবার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে মণিপুরী ললিতকলা একাডেমি ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেন সেনাবাহিনীর ৩৬ সদস্যের একটি দল। এতে নেতৃত্ব দেন, সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাজ্জাদ। এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নিয়ামূলসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা।

 

পরিদর্শনকালে সেনাবাহিনীর সদস্যদের ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং মহারাসলীলা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা বলতে দেখা গেছে। এছাড়া নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আকাশে ড্রোন ক্যামেরা উড়িয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করতে তাদের দেখা গেছে।

 

সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব উপভোগ করতে স্থানীয় লোকজন ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ লাখেরও অধিক লোকসমাগম ঘটে।

 

তারা জানান, এই উৎসবকে কেন্দ্র করে কেউ যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের লক্ষে সেনাবাহিনীর সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সুন্দর ও সুশৃংখলভাবে উৎসব সমাপ্ত করতে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সজাগ রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মণিপুরী মহারাসলীলা উৎসবে নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সজাগ সেনাবাহিনী

আপডেট সময় ০২:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী (১৫ নভেম্বর) অনুষ্ঠিত যাচ্ছে মণিপুরী সম্প্রদায়ের ১৮২ তম ধর্মীয় উৎসব মহারাসলীলা।এই উৎসবকে আনন্দমুখর করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

 

এদিকে ব্যাপক লোকসমাগমের বিষয়টি মাথায় রেখে নির্বিঘ্নে মহারাসলীলা উৎসব সম্পন্ন করতে নানামুখী উদ্যোগ হাতে নিয়ে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।

তারই অংশ হিসেবে (১৩ নভেম্বর) বুধবার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে মণিপুরী ললিতকলা একাডেমি ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেন সেনাবাহিনীর ৩৬ সদস্যের একটি দল। এতে নেতৃত্ব দেন, সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাজ্জাদ। এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নিয়ামূলসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা।

 

পরিদর্শনকালে সেনাবাহিনীর সদস্যদের ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং মহারাসলীলা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা বলতে দেখা গেছে। এছাড়া নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আকাশে ড্রোন ক্যামেরা উড়িয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করতে তাদের দেখা গেছে।

 

সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব উপভোগ করতে স্থানীয় লোকজন ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ লাখেরও অধিক লোকসমাগম ঘটে।

 

তারা জানান, এই উৎসবকে কেন্দ্র করে কেউ যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের লক্ষে সেনাবাহিনীর সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সুন্দর ও সুশৃংখলভাবে উৎসব সমাপ্ত করতে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সজাগ রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।