কমলগঞ্জ আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় ০৩:১২:২২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ১০৯ বার পড়া হয়েছে
কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বেলা ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া শফি, উপজেলা জামায়াতে আমীর মো. মাসুক মিয়া, হেফাজত ইসলামের সভাপতি জুনাইদ আহমদ, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, উপজলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামসুন নাহার, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. ইকবাল হোসেন, প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, পতনঊষার পূজা উদযাপন কমিটি সভাপতি নারায়ন মল্লিক সাগর, প্রত্যুষ ধর, নির্মল এস পলাশ ও প্রদীপ পাল প্রমুখ।
কমলগঞ্জ উপজেলায় সার্বজনীন ১৩৭টি ও ব্যক্তিগত ১১টিসহ ১৪৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী সার্বক্ষণিক মাঠে থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
পরে প্রতিটি পুজা মন্ডপে সরকারিভাবে ৫০০ কেজি চালের ডিও বিতরণ করা হয়।
অনুষ্ঠান কমলগঞ্জ উপজেলার প্রতিটি মন্ডপের সভাপতি, সম্পাদক, বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।