ব্রেকিং নিউজ
কমলগঞ্জ রিক্সাচালকের ম র দে হ উদ্ধার

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ৫৮১ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে রিক্সাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মোকামবাজার এলাকায় শমশেরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পিছন থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামের মৃত ইন্তাজ মিয়ার ছেলে ছমির মিয়া (৪৫)।
শমশেরনগর ইউনিয়নের ইউপি সদস্য মো. সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছমির মিয়া অতিরিক্ত মদ্যপান করত।
পুলিশ সূত্রে জানাযায়,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিন্থ নেই। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :