কমলগঞ্জ রেল লাইনের পাশে থেকে মরদেহ উদ্ধার

- আপডেট সময় ১২:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫৪৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের শমশেরনগর গোবিন্দপুর এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ (১১) উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর বেলায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে কোনো এক সময় শিশুটি ট্রেন থেকে পড়ে যায়। পরে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা রেল লাইনের পাশে একটি অজ্ঞাত শিশুর মরদেহ পড়ে আছে জেনে শ্রীমঙ্গল জিআরপি থানাকে অবগত করা হয়। শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসার পর লাশ উদ্ধার করে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. নফিল উদ্দিন অজ্ঞাত পরিচয় শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,শিশুটি টোকাই হতে পারে। আশপাশে রেলওয়ে স্টেশনে পরিচয় পাবার জন্য জানানো হয়েছে।