1. mrrahel7@gmail.com : Admin : Mahbubur Rahel
  2. samadpress96@gmail.com : Samad Ahmed : Samad Ahmed
কমিটির কার্যক্রম শুরুর বিষয়ে যা বললেন রাহেল সিরাজ - moulvibazar24.com
বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম

কমিটির কার্যক্রম শুরুর বিষয়ে যা বললেন রাহেল সিরাজ

  • আপডেট সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের বহুল প্রতীক্ষিত কমিটি এসেছে গতকাল মঙ্গলবার। উভয় শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

সিলেট জেলা ছাত্রলীগে মো. নাজমুল ইসলামকে সভাপতি আর রাহেল সিরাজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মহানগর ছাত্রলীগের সভাপতি হয়েছেন কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ।

কেন্দ্রীয় ছাত্রলীগ জানিয়েছে, এ কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। কমিটির অন্যান্য দায়িত্বশীলদের নাম (আংশিক) সপ্তাহখানেকের মধ্যে ঘোষণা করা হবে।

কমিটির শীর্ষ নেতৃত্ব ঘোষণার পর সাধারণ নেতাকর্মীদের মধ্যে এখন আলোচনা, কবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে এ কমিটি।

এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ  বলেন, ‘এখন পূজার সময়। আমরা যদি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাই, তাহলে অসংখ্য নেতাকর্মী জড়ো হবেন। বড় কর্মসূচি হবে। তাতে সনাতন ধর্মের মানুষের সমস্যা হতে পারে। এজন্য পূজা গেলে আমরা আনুষ্ঠানিকভাবে সবাইকে নিয়ে মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করবো। তিনি জানান, কার্যক্রম শুরুর কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাদেরও সাথে রাখা হবে।

কমিটি ঘোষণার পর সিলেট ছাত্রলীগের গুটিকয়েক ছাড়া বাকি সবাই আনন্দিত ও উচ্ছ্বসিত বলেও মন্তব্য করেছেন রাহেল সিরাজ।

এ সংক্রান্ত আরোও নিউজ
%d bloggers like this: