ব্রেকিং নিউজ
কুকুরের কামড়ে শ্রীমঙ্গলে আ হ ত – ১৬
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৫:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ৩৮৬ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে গত তিন দিনে ১৬ জন আহত হয়েছেন। কুকুরের কামড়ে আহত ১৬ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে।
রোববার (৩০ ডিসেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে।
শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া আহতরা হলেন- মো. আলী (২৫), সুমন (৪০), হরিধন দাস (৫০), মো. সুমন মিয়া (২২), রামেন্দ্র দেব (৬৫), সুজন বৈদ্য (২৮), চন্দ্রিমা (৩২), শিহাব (৪০), ইব্রাহিম (৪), তাজুল ইসলাম (২৭), লাদেন (২২), রাজিব (৩৫), নিবারন সিংহ (৫২), নাহিদ (১৮), ইসমাইল (৩১) ও ইমাদ (০৪)।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক জানান, কুকুরের কামড়ের ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী আমাকে জানানোর পর শহরে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :