কুয়েতে বাংলাদেশ কমিউনিটির ২০২৪ এর বনভোজন উদযাপন অনুষ্ঠিত
- আপডেট সময় ১০:৫৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৩৩ বার পড়া হয়েছে
আলাল আহমদঃ নানা আয়োজন আর বিপুল উৎসাহ উদ্দীপনা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আনন্দ ভ্রমণ ও বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত২২-২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ আনন্দ ভ্রমণ ও বনভোজন অনুষ্ঠানের প্রথম দিনের কর্মসূচী ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কুয়েত সেবদী এলাকার একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়।
কর্মসূচীর প্রথম দিনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহবায়ক মোঃ মুরাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় মহান মুক্তিযুদ্ধে ও ভাষা আন্দোলনে নিহত সকল শহীদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়। সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ও সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন কমিউনিটির শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দ। বিকালে কুয়েত প্রবাসী বাংলাদেশী স্বনামধন্য কন্ঠ শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়। এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। কুয়েতের দূর দূরান্ত থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী। বাংলাদেশীদের উপস্থিতি যেন এক খন্ড বাংলাদেশ। প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয় পুরো রিসোর্স। গভীর রাত অবধি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে কুয়েত বসবাসরত গৃহিণীদের তৈরি দেশের রকমারি বিভিন্ন জাতের তৈরি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।বিকালে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আনন্দ ভ্রমণ ও বনভোজন উপলক্ষে এক আলোচনা সভা আহবায়ক মোঃ মুরাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামান টিটুর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উপদেষ্টা আব্দুল হাই মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল, প্রকৌশলী ফরিদ উদ্দিন, সামছুল হক, বেলাল উদ্দিন, শাহ নওয়াজ নজরুল,মোঃ কামাল হোসেন, নাসির উদ্দীন হাওলাদার, দিদারুল আলম চৌধুরী,বেলাল হোসেন, রুকুনুজ্জামান,আহমেদ আলী রানা। সভায় সভাপতির সমাপনী ভাষনে মুরাদুল হক চৌধুরী বলেন, প্রবাসে যত বেশি সামাজিক সংগঠন সৃষ্টি হবে প্রবাসী বেশি বেশি সহযোগিতা পাবে।মানবতার সেবায় সকল কাজ করতে পারবে।তবে পদ পদবীর লক্ষ্যে কাগজে কলমে সীমা বধ্য থাকলে হবে না। কাজে প্রমান করতে হবে আমরা অসহায় প্রবাসীর পাশে কতটুকু থাকতে পারবো। তিনি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান উপহার দেওয়ায় কমিউনিটির সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।