কুলাউড়ায় ইয়াবা বিক্রেতা কামরুল আটক
- আপডেট সময় ০৬:৫১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৫৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: কুলাউড়ায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় মাদক কারবারি কামরুল ইসলাম (৩০)-কে হাতেনাতে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে কুলাউড়া আউটার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার পকেট থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক কারবারি কামরুল জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার সিএনজি চালক মন্নান মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) এর সার্বিক দিক নির্দেশনায় এবং কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে মাদক মাদকমুক্ত কুলাউড়া গড়তে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হয় উপজেলার বিভিন্ন এলাকায়।
এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে কুলাউড়া আউটার সংলগ্ন এলাকায় অভিযান চালান এসআই আব্দুল আলী, এএসআই মোঃ নুরু মিয়া এবং মোশারফ হোসেনসহ পুলিশের একটি টিম। গোপনে খবর পেয়ে জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার সিএনজি চালক মন্নান মিয়ার ছেলে কামরুল ইসলামকে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। পরে তার পকেট তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


















