কুলাউড়ায় এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপডেট সময় ০৩:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ২৯১ বার পড়া হয়েছে
কুলাউড়া প্রতিনিধি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে এইচএসসি -২৪ পরীক্ষায় জিপিএ ৫ ও এ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২০ নভেম্বের ) সকাল ১১ টায় কটারকোনা বাজারে রাইজিং সান আইডিয়াল স্কুলে এই সংবর্ধনা আয়োজন করে এভারগ্রীন হাজীপুর নামক সামাজিক সংগঠন।
সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান রুহিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু।
তিনি বলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ছিলো আন্তর্জাতিক মানের। কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকার অনুশীলন আর সৃজনশীল শিক্ষার নামে পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিলো । এখন আশার কথা দেশের ছাত্রজনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা ব্যবস্থা সংস্কার করার উদ্যোগ নিয়েছে। এতে হারানো ঐতিহ্য আবারও ফিরে আসবে।
এভারগ্রীন হাজীপুরের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব তাজুল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নয়া বাজার কে সি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্মা, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রোমান, কুলাউড়া বি আর ডি বি চেয়ারম্যান সাইফুল ইসলাম, হাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, কটারকোনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুমিত মাছুম, মশিউর রহমান সোহাগ, ছাত্রদল নেতা শাহান আহমেদ প্রমুখ।
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর কোরান তেলাওয়াত এবং শুভ ধর এর গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন জিপিএ ৫ পাওয়া আখি আক্তার মান্না।
উপস্থিত ছিলেন রাইজিং সান আইডিয়া স্কুলের পরিচালক ইমদাদুর রহমান, শিক্ষক রবিউল ইসলাম, সভাপতি ফুল মিয়া, সাজ্জাদুর রহমান রাজ।