ব্রেকিং নিউজ  
                            
                            কুলাউড়ায় জঙ্গি আস্থানা সন্দেহে অভিযান
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০১:১৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
 - / ১০০৮ বার পড়া হয়েছে
 

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জঙ্গি আস্থানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শুক্রবার (১১ আগষ্ট) রাত ব্যাপী উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের টিলায় অবস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চলচ্ছে।
কর্মধা ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান মুহিবুল হোসেন আজাদ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান,দেড় দুইমাস আগে একটি পরিবার পূর্ব টাট্টিউলি গ্রামের ওই আটিলায় অবস্থান নেয়। তাদের চলাফেরা সন্দেহজনক। আজ সঙ্গে সন্ধ্যার পর পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            
																			












