কুলাউড়ায় জুয়ার আস্তানায় অভিযান নগদ টাকাসহ আটক -৮

- আপডেট সময় ০৮:১৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ২৩৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে জুয়ার আস্তানা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ এপ্রিল) মধ্য রাতে কুলাউড়া থানার এসআই আব্দুল আলীম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারের জামিল আহমদ চৌধুরী নামের এক ব্যক্তির গাড়ির গ্যারেজ থেকে গ্যারেজের মালিক জামিল আহমদ চৌধুরী সাবু সহ ৮ জুয়াড়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
আটককৃত অন্যরা হলেন, তানু মিয়া, বাছিত মিয়া, লায়েছ মিয়া, আলাল মিয়া, জনু মিয়া, জিতু মিয়া ও তারেক মিয়া। এসময় জুয়ার আস্তানা থেকে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন রংয়ের ২০৮ টি তাস ও নগদ ২০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।
কুলাউড়া থানার এসআই আব্দুল আলীম জানান, আটককৃত জুয়াড়ীদের বিরুদ্ধে কুলাউড়া থানায় জুয়া আইনে মামলা দায়েরর পর সোমবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
