কুলাউড়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র

- আপডেট সময় ১২:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ১০০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে কুলাউড়া থানা এলাকা থেকে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন নজরুল ইসলাম (২৫) ও মারুফ হাসান (২৩)। নজরুল ইসলাম কুলাউড়ার মানগাঁও এবং মারুফ রাজনগর উপজেলার হরিপাশা গ্রামের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ৪:৩০ মিনিটে এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে।
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃতদের দেহ তল্লাশী করে পৃথক দুটি বায়ুনিরোধক পলিব্যাগ থেকে মোট ২৬০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় মামলা দায়ের হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত। তাদের বিরুদ্ধে আগের কিছু মামলার তথ্যও পাওয়া গেছে।
