ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুলাউড়ায় ব্যবসায়িকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • / ৫৫৯ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুরবাড়িতে  ব্যবসায়ী জামাই রুবেল মিয়া (৪২) কে কুপিয়ে হত্যা করা হয়েছে।  রুবেল মিয়া উপজেলার রাউতগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের বাসিন্দা।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কর্মর্ধা ইউনিয়নের কর্মধা গ্রামে আব্দুল মন্নান ওরফে ‘মার্ডারি মন্নান’র বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। এক্ষেত্রে ঘটনার চাচা শ্বশুর আব্দুল মন্নান ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ নিহতের স্বজনদের।

তারা জানান, রাতে রুবেল মিয়া মোটরসাইকেলযোগে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলুয়ারপাড় এলাকার শ্বশুরবাড়ি বেড়াতে যান। এসময় চাচা শ্বশুর মন্নান মিয়ার লোকজন বাড়ির পাশে রুবেলের মোটরসাকেলের গতি রোধ করে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল হোসেন আজাদ জানান, রুবেল মিয়ার শ্বশুর আব্দুল করিম ও আব্দুল মন্নানের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে। কিন্তু সেটা তো সমাধানের পর্যায়ে রয়েছে। আজকে কী নিয়ে রুবেল মিয়াকে হত্যা করা হয়েছে- বিস্তারিত জানার জন্য আমি ঘটনাস্থলে আছি।

কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় ব্যবসায়িকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:২৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুরবাড়িতে  ব্যবসায়ী জামাই রুবেল মিয়া (৪২) কে কুপিয়ে হত্যা করা হয়েছে।  রুবেল মিয়া উপজেলার রাউতগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের বাসিন্দা।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কর্মর্ধা ইউনিয়নের কর্মধা গ্রামে আব্দুল মন্নান ওরফে ‘মার্ডারি মন্নান’র বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। এক্ষেত্রে ঘটনার চাচা শ্বশুর আব্দুল মন্নান ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ নিহতের স্বজনদের।

তারা জানান, রাতে রুবেল মিয়া মোটরসাইকেলযোগে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলুয়ারপাড় এলাকার শ্বশুরবাড়ি বেড়াতে যান। এসময় চাচা শ্বশুর মন্নান মিয়ার লোকজন বাড়ির পাশে রুবেলের মোটরসাকেলের গতি রোধ করে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল হোসেন আজাদ জানান, রুবেল মিয়ার শ্বশুর আব্দুল করিম ও আব্দুল মন্নানের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে। কিন্তু সেটা তো সমাধানের পর্যায়ে রয়েছে। আজকে কী নিয়ে রুবেল মিয়াকে হত্যা করা হয়েছে- বিস্তারিত জানার জন্য আমি ঘটনাস্থলে আছি।

কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।