কুলাউড়ায় ১৩ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
- আপডেট সময় ০৩:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ৩১২ বার পড়া হয়েছে
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও স্বৈরাচারী সরকারের পদত্যাগের একদফা আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ইউনিয়ন প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সভায় ১৩ টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
শনিবার বিকেল ৩ টায় কুলাউড়া আখলিবুন্নেছা সেন্টারে কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক
আসিক মোসাররফের সভাপতিত্বে ও শামীম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক বকশী মিছবাহ উর রহমান,শওকত উল ইসলাম শকু, সহ সভাপতি মৌ:জেলা বিএনপি কামাল আহমদ জুনেদ,সাবেক সভাপতি ও মেয়র সাইফুল আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কুলাউড়া উপজেলা বিএনপি এম এ মজিদ, সাবেক সহ সভাপতি কুলাউড়া উপজেলা বিএনপি, মারুফ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক জেলা বিএনপি, রেদোয়ান খাঁন, সাবেক সহ সভাপতি কুলাউড়া উপজেলা বিএনপি আব্দুল জলিল জামাল,সাবেক চেয়ারম্যান রাউৎগাঁউ ইউপি, সাবেক সহ সভাপতি কুলাউড়া উপজেলা বিএনপি কমর উদ্দিন আহমদ কমরু,সাবেক চেয়ারম্যান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কুলাউড়া উপজেলা বিএনপি হাজী রফিক মিয়া,সাবেক চেয়ারম্যান সাবেক সহ সভাপতি কুলাউড়া উপজেলা বিএনপি আব্দুল মুহিত বাবলু,যুগ্ম আহবায়ক কুলাউড়া উপজেলা যুবদল সাইফুর রহমান, সদস্য সচিব কুলাউড়া উপজেলা ছাত্রদল এছাড়াও ১৩ ইউপি তেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন।
এদিকে দলের নেতৃত্বে নিয়ে যারা অশালীন কথা বলে তাদেরকে তিরস্কার করা হয়। আগামী এক মাসের মধ্যে সকল ইউনিয়ন বিএনপির সম্মেলন শেষে উপজেলা বিএনপির সম্মেলনের করা হবে।
উল্লেখ্য, গত ১২ আগষ্ট কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা কুলাউড়া শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সেই সভায় ১৩টি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে সকল ইউনিয়নে দুইজন করে সমন্বয়কের নাম ঘোষণা করা হয়। তারা ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দের সাথে পরমর্শ করে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির নাম সুপারিশ করেন।