ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শকের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ সেনার গোয়েন্দাজালে রেলের কর্মচারী অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ সুপারকে বদলি আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্টিত মৌলভীবাজার বিএনপিতে কোন পকেট কমিটি আর হবেনা – আহবায়ক ফয়জুল করিম ময়ূন বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মাননা ও ইফতার মাহফিল মনোয়ার আহমেদ রহমানের আয়োজনে ইফতার মাহফিল স্বাধীনতা ও জাতীয় দিবসে মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি স্বাধীনতা দিবসে রবিরশ্মি মৌলভীবাজার’র শ্রদ্ধাঞ্জলি

কুলাউড়ার অধ্যাপক তাজ উদ্দিন লিডিং ইউনিভার্সিটির ভিসি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২১৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে সিলেটের লিডিং ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গত রবিবার (৯ ফেব্রুয়ারি) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে উপসচিব মোসা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে আগামী ৪ বছরের জন্য এ নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়।

ভিসি পদে নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে লিডিং ইউনিভার্সিটিকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবো। তিনি সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন।

 

উল্লেখ্য, ড. মোহাম্মদ তাজ উদ্দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমল ইউনিয়নের বাসিন্দা। তিনি ১৯৯৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পরে ওই বিশ্ববিদ্যালয়ে তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন। এ ছাড়াও তিনি কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ার অধ্যাপক তাজ উদ্দিন লিডিং ইউনিভার্সিটির ভিসি

আপডেট সময় ০৭:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে সিলেটের লিডিং ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গত রবিবার (৯ ফেব্রুয়ারি) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে উপসচিব মোসা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে আগামী ৪ বছরের জন্য এ নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়।

ভিসি পদে নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে লিডিং ইউনিভার্সিটিকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবো। তিনি সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন।

 

উল্লেখ্য, ড. মোহাম্মদ তাজ উদ্দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমল ইউনিয়নের বাসিন্দা। তিনি ১৯৯৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পরে ওই বিশ্ববিদ্যালয়ে তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন। এ ছাড়াও তিনি কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন