বিশেষ প্রতিনিধি: কুলাউড়ায় তিন কেজি গাঁজাসহ মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর হাতে আটক হয়েছে হৃদয় চাষা (২০) । এসময় কোকিল চাষা (৪০) নামে আরেক জন পালিয়ে যায়।
শুক্রবার (২০ মে ) দুপুরে ক্লিডন চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদদপ্তরের পরিচালক অমর কুমার সেন মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে জানান, গোপন সংবাদের ভিতিত্তে ক্লিডন চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
তিনি জানান, হৃদয় চাষা ও কোকিল চাষা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি।
Leave a Reply