ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিদ্যুৎ অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী নজির মিয়া আর নেই লাখাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির নারী শিক্ষা বিস্তারে সরকার প্রান্তিক এলাকায় কাজ করে যাচ্ছে..এমপি নাদেল লাখাইয়ে রোখন হত্যা মামলার আসামী অষ্ট্রগ্রাম থেকে গ্রেপ্তার – ১ ধর্ষনের অভিযোগে সরাফত গ্রেফতার ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি না বুঝে ভিজিট ভিসায় কানাডায় পাড়ি জমানো বাংলাদেশিরা এখন অসহায় লাখাইয়ে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আনসার ও ভিডিপি’র সাথে মতবিনিময় মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদকসহ ১৪ নেতাকর্মী কারাগারে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদকসহ ১৪ নেতাকর্মী কারাগারে

কুলাউড়ায় ট্রেন আটকে চা শ্রমিকদের প্রতিবাদ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • / ২৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে মৌভীবাজারের কুলাউড়ায় চা-শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার এ আন্দোলনের মধ্যেই আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন তারা।

উপজেলা শহরের রেলগেট এলাকায় বিকাল ৪টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ট্রেন আটকে রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েন রেল ও সড়ক পথের যাত্রীরা। সাতটি চা-বাগানের শ্রমিকরা এ বিক্ষোভে অংশ নেন বলে জানা গেছে।

এদিকে আজ সকাল থেকে উপজেলার নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয় চৌমুহনীতে অবস্থান নিয়ে শ্রমিকরা আন্দোলন করেন। উপজেলার কালুটি, রাঙ্গিছড়া, রাজানগরসহ অন্য বাগানের হাজার হাজার শ্রমিক সড়ক অবরোধ করেন। এসময় সড়কে শত শত গাড়ি আটকা পড়ে।

৩০০ টাকা মজুরির দাবিতে দেশের সব চা বাগানের শ্রমিকরা দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন। এর মধ্যে গত শনিবার থেকে এক যোগে ধর্মঘট শুরু করেন। পরে প্রধানমন্ত্রীর আশ্বাসে ১২০ টাকা মজুরিতেই শ্রমিকদের কাজে ফেরানোর সিদ্ধান্ত মেনে নেন শ্রমিক নেতারা। সে অনুযায়ী অনেক জায়গার শ্রমিকরা কাজেও ফেরেন। কিন্তু মৌলভীবাজারের চা শ্রমিকরা ৩০০ টাকা মজুরি বৃদ্ধি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

তারা বলছেন, যে চা শ্রমিক নেতারা ওই সিদ্ধান্ত মেনে নিয়েছেন তারা শ্রমিকের আন্দোলনের কেউ না। তারা শ্রমিকদের সঙ্গে দালালি করে ১২০ টাকা মজুরিতে একাত্মতা পোষণ করেছেন। কিন্তু শ্রমিকদের দাবি ৩০০ টাকা। শ্রমিকরা জানিয়েছেন, ৩০০ টাকা মজুরি বৃদ্ধি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন বন্ধ করবেন না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কুলাউড়ায় ট্রেন আটকে চা শ্রমিকদের প্রতিবাদ

আপডেট সময় ০৩:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

বিশেষ প্রতিনিধি: দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে মৌভীবাজারের কুলাউড়ায় চা-শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার এ আন্দোলনের মধ্যেই আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন তারা।

উপজেলা শহরের রেলগেট এলাকায় বিকাল ৪টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ট্রেন আটকে রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েন রেল ও সড়ক পথের যাত্রীরা। সাতটি চা-বাগানের শ্রমিকরা এ বিক্ষোভে অংশ নেন বলে জানা গেছে।

এদিকে আজ সকাল থেকে উপজেলার নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয় চৌমুহনীতে অবস্থান নিয়ে শ্রমিকরা আন্দোলন করেন। উপজেলার কালুটি, রাঙ্গিছড়া, রাজানগরসহ অন্য বাগানের হাজার হাজার শ্রমিক সড়ক অবরোধ করেন। এসময় সড়কে শত শত গাড়ি আটকা পড়ে।

৩০০ টাকা মজুরির দাবিতে দেশের সব চা বাগানের শ্রমিকরা দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন। এর মধ্যে গত শনিবার থেকে এক যোগে ধর্মঘট শুরু করেন। পরে প্রধানমন্ত্রীর আশ্বাসে ১২০ টাকা মজুরিতেই শ্রমিকদের কাজে ফেরানোর সিদ্ধান্ত মেনে নেন শ্রমিক নেতারা। সে অনুযায়ী অনেক জায়গার শ্রমিকরা কাজেও ফেরেন। কিন্তু মৌলভীবাজারের চা শ্রমিকরা ৩০০ টাকা মজুরি বৃদ্ধি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

তারা বলছেন, যে চা শ্রমিক নেতারা ওই সিদ্ধান্ত মেনে নিয়েছেন তারা শ্রমিকের আন্দোলনের কেউ না। তারা শ্রমিকদের সঙ্গে দালালি করে ১২০ টাকা মজুরিতে একাত্মতা পোষণ করেছেন। কিন্তু শ্রমিকদের দাবি ৩০০ টাকা। শ্রমিকরা জানিয়েছেন, ৩০০ টাকা মজুরি বৃদ্ধি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন বন্ধ করবেন না।