কুলাউড়ায় ডাকাত মবশ্বির গ্রেফতার

- আপডেট সময় ০৮:৫৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
- / ৬১৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আঃন্তজেলা ডাকাত দলের সদস্য কুখ্যাত ডাকাত মবশ্বির পুলিশের হাতে আটক হয়েছে।
শুক্রবার (১ জুলাই) কুলাউড়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের আমতৈল বাজারে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত মোবাশ্বির আলী ওরফে মবশ্বিরকে গ্রেফতার করেন।
আটক ডাকাত মোবাশ্বির আলী কুলাউড়া থানার জিআর ২৬১/১৬ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী। সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ।
তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন গুরুতর অপরাধের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ডাকাত গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত কওে জানান, কুলাউড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মবশ্বির ডাকাতকে গ্রেফতার করেছে।
তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
