ব্রেকিং নিউজ  
                            
                            কুলাউড়ায় তরুণীর মৃতদেহ উদ্ধার,স্বামী আটক
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০৪:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
 - / ৭৯২ বার পড়া হয়েছে
 

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কড়ইগ্রামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বুধবার (৬ এপ্রিল) ভোররাতে মোর্শেদ আক্তার সাথি (১৮) নামের ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
সাথি উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুজিবুর রহমান মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই হারুনুর রশীদ জানান, পারিবারিক কলহের জের ধরে সাথি তার নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, এ ঘটনায় সাথির স্বামী জামাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            
																			













