কুলাউড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি
- আপডেট সময় ০৩:৩৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- / ৩১৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: সিলেট রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহমেদ পিপিএম-সেবা মৌলভীবাজারের কুলাউড়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার রাত ১১টার দিকে তিনি উপজেলার কাদিপুরের শিববাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মণ্ডপে আগতদের উদ্দেশ্যে ডিআইজি বলেন, সবাইকে সুশৃঙ্খলভাবে পূজা উৎসব উদযাপন করতে হবে। পূজায় পুলিশসহ সরকারের বিভিন্ন বাহিনী নিরাপত্তা বিধানে প্রস্তুত রয়েছে। কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে তার কোনো ছাড় নয় বলেও হুঁশিয়ারি করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন- মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইনান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, কাদিপুরের ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমানসহ পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, এ বছর কুলাউড়ায় ব্যক্তিগতভাবে ২৩টিসহ মোট ২১৮টি সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।