কুলাউড়ায় ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক-১২
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ১১:১৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ৩২৫ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় ১২ অনুপ্রবেশকারীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
রোববার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই মো: তাজুল ইসলাম সহ গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানাধীন ১২নং পৃথিমপাশা ইউপির অন্তর্গত শালিকা গ্রামের রাজাপুর ব্রীজের নীচ থেকে রোহিঙ্গা সন্দেহে ১২ জনকে আটক করেন।
পরবর্তীতে আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে আটককৃতরা সবাই বাংলাদেশী নাগরিক।
তারা পাসপোর্টবিহীন দালালের হাত ধরে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
আকটকৃতরা হলেন , মো রুবেল মিয়া, চাঁন মিয়া, মো: আলী আকবর. নাছিমা বেগম, ফারজানা আক্তার, পুতুল বেগম, লাভনী আক্তার, সুহেল ফরাজি, মো: মেহেদী হাসান শাকিব, নাছিমা বেগম, তাজুল ইসলাম, শামীম আহমদ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, আটককৃতদের আসামীদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)