কুলাউড়ায় সহকারী অধ্যাপকের উপর হামলা আটক-১
- আপডেট সময় ১০:২৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ৪১৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা: নাজমা বানুর উপর হামলাকারী আসামী রাশেদ আহমদ চৌধুরীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লংলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমা বানুর উপর হামলাকারী রাশেদ আহমদ চৌধুরীকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানা সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পৃথিমপাশা ইউনিয়নের মুদিপুর গ্রামের আব্দুল কাদির চৌধুরীর ছেলে রাসেদ আহমদ চৌধুরী (৪০) লংলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা: নাজমা বানুর বাসায় গিয়ে তার স্বামীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে রাসেদ আহমদ চৌধুরী তার সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে শিক্ষিকা নাজমা বানুর উপর হামলা চালায়। হামলায় চাকুর আঘাতে শিক্ষিকা নাজমা বানু কপালে আঘাত পেয়ে গুরুতর আহত হন।
এ ঘটনায় সহকারী অধ্যাপক মোছা: নাজমা বানু কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ হামলার আসামি রাসেদ আহমদ চৌধুরীকে আটক করে কোর্ট হাজতে পেরণ করেছে।