ব্রেকিং নিউজ
কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার আনন্দ মিছিল

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৫:৩৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
- / ২৯৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফের (ইনান) নাম ঘোষণাকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে আনন্দ মিছিল করা হয়।
বুধবার (২১ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের তৃনমূলের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল করে।
এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ (ইনান) কে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম নিলয় ও তানভীর আহমেদ তন্ময়ের নেতৃত্বে বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মীরা আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন।

ট্যাগস :