ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে আম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ২৯১ বার পড়া হয়েছে

মোঃ মঈন উদ্দিন খান: কোটচাঁদপুরে আম গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর পৌরসভাধীন বড়বামনদহ গ্রামের।
জানা যায়, শনিবার সকালে বড়বামনদহ গ্রামের বকুল মিয়ার আম বাগানে আম ভাংছিল। ওই সময় সে গাছের ডাল ভেংঙ্গে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা দেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারুনী পাশা বলেন,মৃত অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন,তাঁর স্বজনরা। পরে তাকে দেখে স্বজনদের কাছে মৃত দেহ হস্তান্তর করা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, এখনো পর্যন্ত এ ধরনের ঘটনা নিয়ে কেউ কোন অভিযোগ করেনি।
ট্যাগস :
























