ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে দুইটি ডিপ টিউবওয়েলের সেকশন পাইপ কেটে দিয়েছেন দূর্বৃত্তরা
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ২২৪ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
কোটচাঁদপুর প্রতিনিধিঃ
কোটচাঁদপুরে দুইটি ডিপ টিউবওয়েলের সেকশন পাইপ কেটে দিয়েছেন দূর্বৃত্তরা। ফসলের জমিতে সেচ দিতে না পারায় বে-কায়দায় পড়েছেন ৩ শতাধিক চাষি। এ ব্যাপারে থানায় জিডি হলেও কোন প্রতিকার না পেয়ে হতাশ ভুক্তভোগীরা।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,গেল ২০১৮-১৯ অর্থ বছরে বৃহত্তর খুলনা- যশোর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কোটচাঁদপুরের সিঙ্গিয়া কৃষি মোর্চা র অধিনে দুইটি ডিপ টিউবওয়েল নির্মান করা হয়। যার মধ্যে একটি মুঞ্জিতলার মাঠে, অন্যটি ভিয়াতলার মাঠে।
এ দুই ডিপ টিউবওয়েলের আওতায় ৩৮০ জন চাষি রয়েছে। চাষ হয় ৪৫০ বিঘা জমিতে। ওই দুই ডিপ টিউবওয়েলের সেকশন পাইপ গেল ২০ এপ্রিল প্রকাশ্যে দিবালোকে দূর্বৃত্তরা কেটে দিয়েছেন বলে অভিযোগ করেছেন কৃষি মোর্চার ম্যানেজার শিমুল হোসেন।
তিনি বলেন,৬ বছর আগে এ দুই মাঠে কোন জমিতে ভাল ফসল হত না। ডিপ দুইটি নির্মানের পর থেকে ৪৫৯ বিঘা জমিতে ধান সহ বিভিন্ন ধরনের ফসল চাষ শুরু হয়েছে। গেল ২০ এপ্রিল সকালে ডিপ চলাকালে দূর্বৃত্তদের কে বা কাহারা পাইপ দুইটি কেটে দেন। এতে করে ইরি মৌসুমের ধান মানুষের ঘরে উঠা নিয়ে সংঙ্গা প্রকাশ করেছেন।
তিনি আরো বলেন,বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি। ওনাদের কথা মত জিডি করা হয়েছে কোটচাঁদপুর থানায়। এদিকে ঘটনার ৫ দিন পার হয়ে গেলেও কোন প্রতিকার মেলেনি।
অন্যদিকে চাষিরা ফসলে সেচ দিতে না পেরে চিন্তার ভাজ পড়েছে তাদের কপালে। ঘটনার দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তাব্যত্তিদের নিকট।
ওই গ্রামের চাষি নাজমুল হোসেন,আরিফ হোসেন, দিপক হালদার বলেন, আর মাত্র দুইটি সেচ দিতে পারলেই ঘরে ফসল ঘরে উঠতো। এই শেষ সময় ধানে সেচ না দিতে পারলে সব জমির ধান চিটে হয়ে যাবে। এই ধান না পেলে আমাদের না খেয়ে মরা ছাড়া আর কোন উপায় থাকবে না। তারা ওই ঘটনার সুষ্টু তদন্তপূর্বক বিচারেরও দাবি জানিয়েছেন। সাথে দ্রুত ডিপ টিউবওয়েল মেরামতের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপও কামনা করেছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান বলেন,বিষয়টি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের। আপনারা ওই বিভাগের কোটচাঁদপুর কর্মকর্তার সঙ্গে কথা বলেন। যা করার ওনারা করবেন। আমি শোনার পর লোকালি যতটুকু করার করেছি।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কোটচাঁদপুর ইউনিটের উপসহকারী প্রকৌশলী এস এম আব্দুল্লাহ আল-মামুন বলেন,ঘটনাটি শোনার পর শিমুলকে দিয়ে থানায় অজ্ঞাত নামে জিডি করা হয়েছে।
এ ছাড়া চাষিদের সেচের দিক বিবেচনা করে ইতোমধ্যে একটি সেকশন পাইপ ব্যবস্থা করে একটা
মটর চালুর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন,বিষয়টি নিয়ে আমি ইউনিয়ন স্যারসহ আমার উপরি মহলকে অবহিত করা হয়েছে।
কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন বলেন,ওই ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি তদন্তধীন রয়েছে। তদন্তের পর বলা যাবে কি অবস্থা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে বলেন, এ ব্যাপারে মাসিক সমন্বয় সভায় কথা হয়েছে। এ ছাড়া থানায় এজাহার দিতে বলা হয়েছে। এজাহার হলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবেন।
তিনি বলেন, আপনারা বিষয়টি নিয়ে কৃষি কর্মকর্তা ও বিএডিসি কর্মকর্তার সঙ্গে কথা বলেন। কাজটা মূলত ওনাদের। ওনারা ভাল বলতে পারবেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :