ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে পরিবারের সঙ্গে অভিমানে বৃদ্ধের আত্মহত্যা
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ৪৮৪ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর( প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিবারের সঙ্গে অভিমানে শরিফুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কুশনা ইউনিয়নের তালশার ঘাঘা গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। শরিফুল ওই গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, তিন সন্তানের জনক শরিফুলের স্ত্রী তিন বছর আগে মারা যায়। এর পর থেকেই তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বুধবার রাতে সবাই যখন ঘুমিয়ে ছিলেন, এ সময় শরিফুল নিজের ঘরে বাঁশের আড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। এঘটনায় কোটচাঁদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ট্যাগস :






















